রাজবাড়ী পৌর শহরের ৩নং বিনোদপুর এলাকার বাসিন্দা হতদরিদ্র আলেম মন্ডল। এক সময় স্বাভাবিক চলাচল করলেও এখন তিনি শারিরীক প্রতিবন্ধী। ব্রেন স্ট্রোক করে এক সাইড অচল হয়ে যাওয়ায় তার চলাচলের একমাত্র বাহন ছিল ব্যাটারী চালিত অটো রিক্সা। সেই অটো রিক্সাটি গত ২৮শে মে বাড়ীর সামনে থেকে চুরি হয়ে যাওয়ায় ঘরবন্দী হয়ে পড়েন তিনি।
এ ব্যাপারে গত ৩১শে মে রাজবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করা হলেও তার অটো রিক্সাটি উদ্ধার হয়নি। নতুন করে আরেকটি অটো রিক্সা কিনবেন সেই সামর্থ্যও নেই তার। তাই সমাজের বিত্তবানদের কাছে একটি রিক্সার জন্য সাহায্য কামনা করেছেন তিনি।