রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল ৭ই জুন সকালে রহমান মোল্লা(৭০) নামের একজন কিডনী রোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল বুধবার সকাল ১১টার দিকে মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে মাছপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, ইউপি সচিব শুকদেব গোস্বামী, মোন্তাজ উদ্দিন মেম্বার, আবুল কালাম আজাদসহ ইউপি মেম্বারগণ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৫০ হাজার টাকার অনুদানের চেক সুবিধাভোগী নিভা এনায়েতপুর গ্রামের মৃত মেছের আলী মোল্লার পুত্র রহমান মোল্লার (৭০) হাতে তুলে দেন।
উল্লেখ্য, মাছপাড়া ইউনিয়নে এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রদান করা হয়।