রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে গতকাল ৭ই জুন থেকে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।
এ উপলক্ষে সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসু প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষের স্বাস্থ্যে পুষ্টি নিয়ে আলোচনা করা হয়।