ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
ড্রাই আইস ফ্যাক্টারীতে অক্ষয় কালী মন্দিরের দোতলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-০৮ ১১:৩১:৩৫

রাজবাড়ী শহরের উত্তর ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টারীতে সার্বজনীন অক্ষয় কালী মন্দিরের দোতলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

  গতকাল ৭ই জুন সকালে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ ঢালাই কাজের উদ্বোধন করেন।

  এর আগে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

  এ সময় মন্দির কমিটির সভাপতি দেবব্রত দে বাদল, সহ-সভাপতি চঞ্চল কুমার দে, উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক রিপন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক তপন কুমার কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক সমীর কুমার দে, সাংগঠনিক সম্পাদক তপু কুমার কুন্ডু, মহিলা সম্পাদিকা ডলি রানী কুন্ডু, রমা পাল, পপি রানী দে, মুক্তা রানী ঘোষ ও সাবেক সভাপতি গোপাল চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ