রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় মরা পদ্মা নদীতে গতকাল ৭ই জুন দুপুরে অবৈধ ড্রেজার মেশিনে মাটি কাটা গর্তের পানিতে ডুবে রাতুল ফকির নামে ১১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত রাতুল ওই গ্রামের মিলন ফকিরের ছেলে। সে লোটাস কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্থানীয় এলাকাবাসী জানায়, রাতুল তার ২-৩ জন বন্ধুদের সাথে নিয়ে দুপুরে মরা পদ্মা নদীতে ড্রেজারে খননকৃত একটি গর্তে পানি দেখে গোসলের উদ্দেশ্যে লাফ দেয়। এরপর সে আর পানিতে ভেসে না উঠলে তার বন্ধুরা রাতুলের বাড়ীতে খবর দেয়। পরিবারের লোকজন এসে গভীর গর্তের পানি থেকে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসী আরো জানায়, সারা বছরই মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে কিছু বালুখেকো। সেখানে গর্ত হওয়াতে আজ আমাদের এলাকার একটি শিশুর প্রাণ কেড়ে নিল। আমরা অবৈধ ড্রেজার বন্ধের দাবী জানাই।
গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।