ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়ায় যৌনপল্লীতে গার্মেন্টস কর্মীকে বিক্রির চেষ্টা॥দুই মানবপাচারকারী গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৬-০৯ ১৩:৫০:৫৪

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এক গার্মেন্টস কর্মীকে বিক্রির চেষ্টাকালে ২জন পাচারকারীকে পুলিশ গ্রেফতার ও গার্মেন্টস কর্মীকেও উদ্ধার করেছে।

  গতকাল ৮ই জুন দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ওসি স্বপন কুমার মজুমদার।

  গ্রেফতারকৃত মানব পাচারকারীরা হলো- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাধুখোলা গ্রামের শামীম হাসান জয়(১৯) ও একই এলাকার রায়হান(১৯)।

  থানা পুলিশ ও উদ্ধার হওয়া নারীর পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ওই নারী গাজীপুরের একটি গার্মেন্টসে কাজ করেন। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৭ই জুন শামীম হাসান জয় তাকে ফুঁসলিয়ে যৌনপল্লীতে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়ায় নিয়ে আসে। সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় যৌনপল্লীর দালালদের সাথে দরদাম করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে। সেই সাথে দুই মানব পাচারকারীকে গ্রেফতার করে। 

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারকৃতদের গতকাল ৮ই জুন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ এবং উদ্ধার হওয়া নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ