রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে সাড়ে ২৭ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। গতকাল ৯ই জুন সকালে পদ্মা নদীর উজানে জব্বার হালদারের জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫নং ফেরী ঘাটের মৎস্য ব্যবসায়ী মোঃ শাহজাহান শেখ বলেন, সকালে পদ্মা নদীতে বড় একটি বাগাইড় মাছ ধরা পড়ার খবর শুনে আমি স্থানীয় জেলেদের সাথে যোগাযোগ করি। পরে দৌলতদিয়া রওশন মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে সাড়ে ২৭ কেজি ওজনের বাগাইড় মাছটি প্রতি কেজি ১৪শত টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৫০০ টাকায় ক্রয় করে আমার আড়ত ঘরে নিয়ে আসি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মুঠোফোন যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৫শত টাকা কেজি দরে মোট ৪১ হাজার ২৫০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে আমার ২৭৫০ টাকা লাভ হয়েছে।