রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় থেকে ৩২৫ লিটার দেশীয় চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
গত ৮ই জুন রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পতিতালয়ের আলম খাঁর বাড়ী থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুদালপুর গ্রামের সালাম মোল্লার ছেলে লিটন মোল্লা(৩৭) ও গোয়ালন্দ উপজেলার শাহাদাত মেম্বার পাড়ার মৃত মোহাম্মদ খন্দকারের ছেলে শুকুর খন্দকার(৩৮)।
ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ই জুন রাত সোয়া ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতালয়ের আবুল খাঁর বাড়ীতে অভিযান চালিয়ে ৩২৫ লিটার চোলাই মদসহ উল্লেখিতদেরকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এই চোলাই মদ আশেপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।