ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
নিষিদ্ধ পাকিস্তানী ক্রিম বিক্রি করায় পাংশায় ২জন দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-১৩ ১৮:১৮:০৬
বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ পাকিস্তানী রং ফর্সা করার ক্রিম বিক্রির দায়ে পাংশা বাজারের ২জন কসমেটিকসের দোকানীকে গতকাল ১৩ই মে দুপুরে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর -মাতৃকণ্ঠ।

 বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ পাকিস্তানী রং ফর্সা করার ক্রিম বিক্রির দায়ে পাংশা বাজারের ২জন কসমেটিকসের দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
  গতকাল ১৩ই মে দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। 
  অভিযানকালে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ পাকিস্তানী রং ফর্সা করার ক্রিম বিক্রির দায়ে মনির কসমেকিটকস ও রাশেদ কসমেটিকসের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। 
  এছাড়াও অভিযানকালে রমজান মাসে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেয়া হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং পাংশা মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।  

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ