ঢাকা বুধবার, মে ১, ২০২৪
রাজবাড়ী পৌরসভার ২টি ওয়ার্ডে জুন মাসের টিসিবি’র পণ্য বিক্রি
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-১৪ ১৫:০০:৫৪

রাজবাড়ী পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ডের ৮৫৩জন ফ্যামিলী কার্ডধারীদের মাঝে জুন মাসের টিসিবি’র পণ্য বিক্রি করা হয়েছে।
  গত মে মাসের চেয়ে ২০ টাকা কমে ৩৪০ টাকা প্যাকেজে ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মশুরের ডাল ক্রয় করেন এসব কার্ডধারীরা।
  গতকাল ১৪ই জুন সকাল থেকে রাজবাড়ী পৌর কাঁচা বাজার আড়ৎপট্টিতে ৪ ও ৫ নং ওয়ার্ডের টিসিবির ডিলার মেসার্স সনি ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোঃ লিয়াকত হোসেন নিজে উপস্থিত থেকে এসব কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করেন।
  টিসিবির ডিলার মোঃ লিয়াকত হোসেন বলেন, গত মে মাসে সয়াবিন তেলের দাম ছিল ১১০ টাকা লিটার। জুন মাসের প্যাকেজে ১০০ টাকা লিটারে তেল ক্রয় করেছেন কার্ডধারীরা।
টিসিবির পণ্য নিতে আসা কার্ডধারীরা জানান, কোন প্রকার ভোগান্তি ছাড়াই ডিলারের কাছ থেকে স্বল্প মূল্যে পণ্য ক্রয় করছেন তারা। গত মে মাসের চেয়ে জুন মাসে ডিলার তাদের কাছ থেকে তেলের দাম লিটার প্রতি ১০ টাকা করে কম রেখেছেন। এতে তারা খুশি।

 

বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজবাড়ীতে নদীতে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা
রাজবাড়ীতে ভূমি ব্যবস্থাপনা  বিষয়ক প্রশিক্ষণের সমাপনী
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেন
সর্বশেষ সংবাদ