ঢাকা বৃহস্পতিবার, মে ২, ২০২৪
কালুখালীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • ফজলুল হক
  • ২০২৩-০৬-১৪ ১৫:০১:২৩

রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৩ই জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

  নির্ধারিত সময়ে ফাইনালে এ টিম বনাম বি টিম একে অপরের মোকাবিলা করে। অমিমাংশিতভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ট্রাইবেকারে বি টিম ১-০ গোলে এ টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে

  এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, কালুখালী থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম নাসিম আখতার, জেলা পরিষদের সদস্য মোঃ ইউসুফ হোসেন, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন রানা চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, সহকারী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান ও ইউপি সদস্য আঃ হালিম বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো তার বক্তব্য উপস্থিত খেলোয়াড়দের খেলোয়াড় সুলভ আচরণ বজায় রেখে খেলার আহবান জানান। এছাড়াও তিনি বালকদের লেখাপড়ার পাশাপাশি খেলাকে রপ্ত করতে বলেন।

  সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব বলেন, খেলা হচ্ছে আনন্দ বিনোদনের মাধ্যম। খেলার সময় কোন খেলোয়াড় কাউকে আঘাত করতে পারবে না। 

  খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।

 রাজবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন  প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে মহান মে দিবস পালিত
সর্বশেষ সংবাদ