রাজবাড়ীতে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় কারাগারে থাকা রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন ডেইজিসহ বিএনপির ১৭জন নেতাকর্মী জামিন পেয়েছেন।
গতকাল ১৪ই জুন রাত ৮টার দিকে তারা জেলা কারাগার থেকে বের হলে দলের নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে গত ১৩ই জুন সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ জাকিয়া পারভীন তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব হোসেন বাদী হয়ে গত ২০শে মে রাতে মামলাটি দায়ের করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামী করা হয়। এ মামলার আর ২২জন আসামী গত ২৫শে জুন ঢাকার হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
জামিন পাওয়া নেতাকর্মীরা হলো- রাজবাড়ী পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন ডেইজি, গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের নুরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলার কামাড়দাহ চরদক্ষিণবাড়ী গ্রামের মনিরুল শেখ, মজরপুর গ্রামের আলামিন হোসেন, বহরপুর গ্রামের মারুফ হোসেন, একই গ্রামের জাকির হোসেন, ঘিকমলা গ্রামের রাসেল শেখ, কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামের শহিদ বিশ্বাস, একই গ্রামের রবিউল শেখ, সদর উপজেলার ফরহাদ সরদার, রামকান্তপুর পাঠান পাড়া গ্রামের মান্নান মোল্লা, রামকান্তপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের আনিস মন্ডল, বিসিক নতুন পাড়া এলাকার জিয়া সরদার, পাকুরিয়া গ্রামের মজিদ মোল্লা, চরনারায়নপুর গ্রামের আমিনুল ইসলাম, রামকান্তপুর এলাকার মোতাহার মোল্লা ও গোয়ালন্দের শাহাদাত মেম্বার পাড়ার ইদ্রিস শেখ।
রাজবাড়ী জেলার বিএনপি আহ্বায়ক এডঃ লিয়াকত আলী জানান, পুলিশের দেওয়া হয়রানীমূলক মামলায় বিএনপির ১৭ নেতাকর্মীকে আদালত জামিন দিয়েছেন। এর আগে গত ২৫শে ২২জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন নেন।
কারাগার থেকে বের হয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ফারজানা ইয়াসমিন ডেইজি বলেন, গত গত ২০শে মে আমাদের কেন্দ্র ঘোষিত একটি সমাবেশ ছিলো। এই সমাবেশে যোগ দিতে আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম। সে সময় পুলিশ আমাদের মিছিলে অতর্কিত লাঠিচার্জ করে। আমাদের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকেও তারা ছাড়েনি। এছাড়াও যুবলীগ ও ছাত্রলীগ খৈয়ম সাহেবের ওপর নির্যাতন নিপীড়ন করেছে। আপনারা সবাই তা দেখেছেন। জেল খেটে এসেছি, জেল কোন ভয়ের জায়গা না। জেল মানুষের জন্য, জেল রাজনীতির জন্য। রাজনীতি করলে জেলে যেতেই হবে।
জেলা বিএনপির নেতা আফসার আলী সরদার বলেন, এই স্বৈরাচারী সরকারের সময় শেষ হয়ে গেছে। তারা যেকোন সময় এ দেশ থেকে পালাবে। বর্তমান এই সরকারের আমলে আমাদের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। জেল খেটেছে। আমরা যেকোনো মূল্যে এই স্বৈরাচারী সরকারের পতন চাই। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন চাই। কারণ এই সরকার ক্ষমতায় থাকলে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তারা রাতের ভোটে বিশ্বাসী।