ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৬-১৪ ১৫:১২:৪৫

রাজবাড়ী তথ্য অফিসের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় গতকাল ১৪ই জুন দুপুরে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ ফকীর নুরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌস, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন প্রমূখ বক্তব্য রাখেন।

  সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক বিষয় তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রেখা। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সর্বক্ষেত্রে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ বিশে^র মধ্যে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিনত হয়েছে। আর এর সবকিছুই হয়েছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায়। দেশের এই উন্নয়নকে আরো একধাপ এগিয়ে নিতে তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশে^র মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে বিভিন্ন পরিকল্পনা প্রনয়ন করেছেন। শুধু সেটাই নয় বাংলাদেশের আগামী একশত বছরে কিভাবে উন্নয়ন সাধিত হবে সেই পরিকল্পনার আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ডেল্টা প্ল্যান নিয়ে কাজ করছেন। তার এই সুদর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের একটি ধাপ হচ্ছে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। যার মাধ্যমে বাংলাদেশকে বিশে^র উন্নত দেশের সাথে পাল্লা দিতে আগামী ষষ্ট প্রজন্মের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তোলা হবে। যা করতে আমাদের ভবিষ্যত প্রজন্মকে মেধা সম্পন্ন টেকনোলজি নির্ভর স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই তথ্য প্রযুক্তি উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। 

  জেলা প্রশাসক আরো বলেন, এখন থেকে আমরা সকলে যদি নিজেদের মূল্যবোধ নিয়ে উন্নত দেশের বিভিন্ন ভালো দিক গুলো নিজেদের কর্মক্ষেত্রে চর্চার মাধ্যমে সকলে সম্মিলিত ভাবে কাজ করি তবে সেদিন আর বেশী দূরে নয় যেদিন আমরা বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারব। এছাড়াও তিনি তার বক্তব্যে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে সরকারের উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন।  

ব্যাংককে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে যাচ্ছে
কালুখালীতে প্রাইভেট কার-মোটর সাইকেলের সংঘর্ষে ১জন নিহত
রাজবাড়ী সদরের হাউলি জয়পুর প্রবাসীর স্ত্রী’কে হত্যা করে টাকা লুটের অভিযোগ
সর্বশেষ সংবাদ