ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বাংলালিংক কাস্টমার কেয়ার প্রতিনিধি পরিচয়ে প্রতারণা॥দুই প্রতারক গ্রেপ্তার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৬-১৫ ১৫:২৬:০৯

বাংলালিংক সিম কোম্পানীর কাস্টমার কেয়ার প্রতিনিধির পরিচয় দিয়ে বিকাশে অর্থ হাতিয়ে নেওয়া ২জন প্রতারককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
  গতকাল ১৫ই জুন সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ মোখলেছ মোল্লার পুকুর চালার পূর্ব-উত্তর কোনের কলাবাগানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
  গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের নূর ইসলাম মোল্লার ছেলে রোমান মোল্লা(৩০) ও একই গ্রামের জনাব আলী শেখের ছেলে মোঃ রাকিব শেখ(২২)।
  জানা গেছে, গ্রেপ্তারকৃত রাকিব বাংলালিংক সিম কোম্পানীর কাস্টমার কেয়ার প্রতিনিধি সাব্বির পরিচয় দিতো এবং রোমান কথা বলতো বাংলালিংক কোম্পানীর কাস্টমার কেয়ার প্রতিনিধি সুমন পরিচয় দিয়ে। তারা প্রতারনা করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের অসহায় এবং সরলমনা মোবাইল গ্রাহকদের আননোন নাম্বারে ফোন করে লোভনীয় অফার এবং পুরস্কারের টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো। চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত তারা একটি নগদ নাম্বারে ৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় বলে জানা গেছে।
  প্রতারক চক্রটি বিভিন্ন নাম্বার থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে ফোন দিতো। বলতো আসসালামু আলাইকুম, আমি বাংলালিংক অফিস থেকে কাস্টমার কেয়ার প্রতিনিধি সাব্বির অথবা সুমন বলছি। বর্তমানে আমরা বাংলালিংক থেকে আপনার যে নাম্বারে ফোন করেছি সেই নম্বরে আপনি বাংলালিংক ফোন কোম্পানীর ১২ বছর নের্টওয়ার্ক সার্ভিস উদযাপনে আপনি ৮ লক্ষ ৬৫ হাজার ২৫০ টাকা পুরস্কার পাচ্ছেন। আপনি যে পুরস্কার পাবেন, তাহা দুই ভাগে পাবেন, প্রথমটি আপনার মোবাইলে নগদ টাকা পাবেন ৬৫,২৫০/- টাকা যা দিয়ে আপনি আগামী ০৭ বৎসর ফ্রি কল করতে পারবেন। এজন্য রেজিস্টেশন বাবদ আপনাকে খরচ সহ ৫শত টাকা বিকাশে পাঠাতে হবে।” এভাবে তারা পর্যায়ক্রমে বিভিন্ন ভাবে সাধারণ গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো।
  রাজবাড়ী ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় প্রতারণার মামলা দায়ের হয়েছে।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ