ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ১লাখ ৯০ হাজার ছাড়িয়েছে
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২০-০৯-১০ ১৬:৪৮:৪৩
যুক্তরাষ্ট্রে গত বুধবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে -মাতৃকণ্ঠ।

যুক্তরাষ্ট্রে গত বুধবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। জনস হপকিনস ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ কথা জানায়।
  সিএসএসই গত বুধবার স্থানীয় সময় বিকাল ৪টা ২৮ মিনিটে (গ্রীনিচ মান সময় ২০২৮) জানায়, যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৪৭৮ জনে।
  করোনায় নিউইয়র্ক অঙ্গরাজ্যে সর্বোচ্চ ৩৩ হাজার ১৩ জন, দ্বিতীয় সর্বোচ্চ নিউজার্সিতে ১৬হাজার ৮জন এবং ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডা অঙ্গরাজ্যগুলোতে ১২হাজারের অধিক করে লোকের মুত্যু হয়েছে।
  ম্যাসাসুয়েটস, ইলিনয়েস এবং পেনসিলভানিয়ায় ৭হাজারের বেশী করে লোকের মৃত্যু হয়েছে।
  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে এবং যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বিশ্বের মোট মৃত্যুর এক পঞ্চমাংশ।

 

ঢাকা-বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত
এশিয়াকে শক্তিশালী প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা
৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা ট্রাম্পের
সর্বশেষ সংবাদ