ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
কালুখালী উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন
  • রাকিবুল ইসলাম
  • ২০২৩-০৬-১৭ ১৪:২২:৪৩

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

  গত ১৬ই জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মোঃ শাহিনুর রহমান শাহিন ২১ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন দেন। তবে আগামী তিন সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

  এ কমিটিতে সভাপতি হিসেবে মোঃ জামাল খান ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সূর্যকে মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলো- সিনিয়র সহ-সভাপতি মোঃ কাইয়ুম আল মাহমুদ, সহ-সভাপতি মোঃ রাজু শিকদার, মোঃ পলাশ আহম্মেদ, মোঃ আসাদুজ্জামান রুবেল, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আলভি রিফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, মোঃ পিয়াস হোসেন, মোঃ মুন্সি মাসুদ রানা, মোঃ আসাদ মোল্লা, মোঃ নয়ন শেখ, মোঃ শরিফ, মোঃ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন রানা, সহ-সাংগঠনিক মোঃ মামুন শেখ, মোঃ ইমন শেখ জয়, দপ্তর সম্পাদক মোঃ রবিন শেখ, প্রচার সম্পাদক মোঃ তুষার মন্ডল ও সদস্য মোঃ আবুজর গিফারী। 

  সদ্য দায়িত্বপ্রাপ্ত কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় দেশের জন্য কাজ করে এসেছে। আগামীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন দাবীর আন্দোলন সংগ্রামে কালুখালী উপজেলা ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ