বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, পাংশা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ গতকাল ১৭ই জুন পাংশা আদি মহাশ্মশান নাট মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে অজিত কুমার চক্রবর্তীকে সভাপতি, রমেশ চন্দ্র গোস্বামীকে সিনিয়র সহ-সভাপতি, শ্যামসুন্দর গোস্বামীকে সহ-সভাপতি, প্রণয় কুমার বাগচীকে সাধারণ সম্পাদক, স্বপন কুমার রায়কে যুগ্ম-সাধারণ সম্পাদক, শংকর বাগচীকে সাংগঠনিক সম্পাদক ও গৌতম চক্রবর্তীকে কোষাধ্যক্ষ করে পাংশা উপজেলা ব্রাহ্মণ সংসদের নতুন কমিটির ৭জনের নাম ঘোষণা করেন রাজবাড়ী জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শিব শংকর চক্রবর্তী।
জানা যায়, গতকাল শনিবার দুপুরে দু’টি পর্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমে অজিত কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রণয় কুমার বাগচীর সঞ্চালনায় পাংশা উপজেলা ব্রাহ্মণ প্রতিনিধি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শিব শংকর চক্রবর্তী বক্তব্য রাখেন। অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক অলোক কুমার চক্রবর্তী, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি সুব্রত কুমার দাস সাগর, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রত্ন প্রদীপ গোপাল গোস্বামী, বাংলাদেশ গৌরাঙ্গ সংঘের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নির্মল কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা ব্রাহ্মণ সংসদের সাংগঠনিক সম্পাদক প্রভাত ভাদুরী, বালিয়াকান্দি উপজেলা ব্রাহ্মণ সংসদের সাধারণ সম্পাদক উত্তম কুমার গোস্বামী প্রমূখ বক্তব্য রাখেন।
জেগে ওঠো, ওঠো জেগে শিরোনামের স্বরচিত কবিতা আবৃত্তি করেন দেব প্রসাদ গোস্বামী। অন্যান্যের মধ্যে দেব প্রসাদ গোস্বামী, প্রণব রায়, ভারতী রানী গোস্বামী, রমেশ চন্দ্র গোস্বামী ও মাধব চৌধুরী প্রমূখ বক্তব্য রাখেন। প্রথম পর্বের প্রতিনিধি সম্মেলনের সভাপতি অজিত কুমার চক্রবর্তী সমাপনী বক্তব্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এরপর দ্বিতীয় পর্বে পাংশা উপজেলা ব্রাহ্মণ সংসদের দ্বি-বার্ষিক সম্মেলনের কার্যক্রম পরিচালনা করেন রাজবাড়ী জেলা ব্রাহ্মণ সংসদের সভাপতি শিব শংকর চক্রবর্তী। তিনি সর্ব সম্মতিক্রমে নতুন কমিটির উল্লেখিত ৭জনের নাম ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে ব্রাহ্মণ সংসদের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিক নির্দেশনা প্রদান করেন তিনি। নতুন কমিটির নেতৃবৃন্দ ব্রাহ্মণ সংসদের স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম জোরদারকরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গীতা থেকে পাঠ করেন পাঁচু গোপাল ভট্টাচার্য। পাংশা উপজেলা ব্রাহ্মণ সংসদের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার চক্রবর্তীসহ বিভিন্ন সময়ে সংসদের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে ১মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া অনুষ্ঠানে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা গৌরাঙ্গ সংঘের সাধারণ সম্পাদক ও পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার পাল, প্রমোদ চন্দ্র রায়, তপন কুমার লাহিড়ীসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ উপস্থিত ছিলেন। শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দুপুর ১২টায় কর্মসূচি শুরু হয়ে বিকাল ৪টায় কর্মসূচি শেষ হয়।