ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন পালন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৬-১৭ ১৫:০৩:৫৯

সন্ত্রাসী হামলায় নিহত বাংলানিউজ টোয়েন্টিফোর.কম-এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তির দাবীতে গতকাল ১৭ই জুন সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে গণমাধ্যম কর্মীরা।

  রাজবাড়ী প্রেসক্লাবের মানববন্ধনে সহ-সভাপতি এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিনের সঞ্চালনায় প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু মুসা বিশ্বাস, জেলা সিপিবি’র সভাপতি মোঃ আব্দুস সামাদ মিয়া, বর্তমান কমিটির সহ-সভাপতি ও বাংলানিউজ২৪. কমের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস, সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ-সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তানভীর মাহমুদ, আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, সময় টিভির রাজবাড়ীর রিপোর্টার আশিকুর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, ৭১ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, গ্লোবাল টিভির প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক তৃতীয়মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি কবির হোসেন ও দৈনিক বাংলা’র জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

  মানববন্ধনে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বলেন, সাংবাদিক নাদিম হত্যাকন্ডের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককেই অবিলম্বে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা আশা করবো সরকার, প্রশাসন ও বিচার বিভাগ হত্যাকারীদের উপর্যুক্ত বিচারের ব্যবস্থা করবে।

  মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিক নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরাধীরা তাকে হত্যার মাধ্যমে দীর্ঘদিনের আক্রোশ মিটিয়েছে। 

  হত্যাকান্ডের মূলহোতাসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান সংবাদকর্মীরা।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ