রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরিতে কৃষকদের স্বাস্থ্য নিয়ে পরামর্শ প্রদান করলেন ডাক্তার।
গতকাল ১৮ই জুন বালিয়াকান্দি উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) (ডিএই পার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় ফার্মারস ক্লাইমেট স্মার্ট স্কুলে ৫দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের শেষ দিনে তাদেরকে এ পরামর্শ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন ও ডাঃ সজল সোম।
এ সময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসানুজ্জামান কল্লোলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বালিয়াকান্দি, নবাবপুর, জংগল, নারুয়া ইউনিয়নের ১২টি ফার্মার্স ক্লাইমেট স্মার্ট স্কুলের ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, কৃষকরা আমাদের দেশের প্রাণ। তাদের সেবার মাধ্যমেই আমাদের বাংলাদেশ উন্নতির চরম শিখর অব্যাহত রেখেছে। তবে আমরা একটি বিষয় খুব লক্ষ্য করেছি সেটি হচ্ছে কৃষকেরা মাটির স্বাস্থ্য বিষয়ে সচেতন হলেও নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন নয়। তাই বাংলাদেশে এই প্রথমবারের মতো কোনো কৃষক প্রশিক্ষণে আমরাই ডাক্তার দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দিয়েছি। আশা করছি কৃষকেরা ফসলের স্বাস্থ্যের পাশাপাশি নিজেদের স্বাস্থ্য নিয়েও এখন সচেতন হবেন। এতে করে আমাদের এই উদ্যোগটি সফল হবে।