আম, জাম, কাঁঠাল, লিচু ও কলাসহ নানা রকমের দেশীয় ফল দিয়ে মধু মাস পালন করেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দে আইএফআইসি ব্যাংক।
গতকাল ১৯শে জুন আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ উপজেলা শাখায় এ মধুমাস উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) মোঃ ইমরান খান। গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, পৌর কাউন্সিলর মোঃ নিজাম উদ্দিন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ এনায়েত হোসেন জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্যাংকে সারা দিন নানা ধরনের মৌসুমী ফল দিয়ে অতিথি ও গ্রাহকদের আপ্যায়ন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপক (ম্যানেজার) মোঃ ইমরান খান বলেন, দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার গৌরব অর্জন করায় এই আনন্দ একসাথে গ্রাহকদের সাথে উদযাপন করতেই এই মধুমাস উৎসব।