দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে গ্রামীণ ব্যাংকের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর শাখার ৩ হাজার সদস্যের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল ২০শে জুন দুপুরে এ শাখার ৫০০ জন সদস্যের প্রত্যেকের হাতে ৬টি করে গাছের চারা তুলে দেন শাখা ব্যবস্থাপক মোঃ রাজীব হোসেন।
গাছের চারা বিতরণকালে বসন্তপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিসহ গ্রামীণ ব্যাংক বসন্তপুর শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ব্যাংক বসন্তপুর শাখার ব্যবস্থাপক মোঃ রাজীব হোসেন বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৩ হাতে নিয়েছে গ্রামীণ ব্যাংক। এ কর্মসূচীতে সারাদেশে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাধ্যমে ২০ কোটি বৃক্ষরোপণ করা হবে। তারই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক বসন্তপুর রাজবাড়ী শাখার সদস্যদের মাধ্যমে ৬৬ হাজার বৃক্ষরোপণ করা হবে। গতকাল ২০শে জুন এ কর্মসূচীর অংশ হিসেবে এ শাখার ৫০০ জন সদস্যের মাঝে ৩ হাজার ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ শাখার আরও ২ হাজার ১০০ জন সদস্যকে গাছের চারা দেয়া হবে।