জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে গতকাল ২১শে জুন গোয়ালন্দ বাজারে ৩টি ফার্মেসী ও একটি খাবার হোটেলকে ১৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
এসব প্রতিষ্ঠাগুলো হলো- গোয়ালন্দ বাজারের বেবী ফামের্সী, বক্কার ফামের্সী, সুরক্ষা ড্রাগ হাউজ ও একই বাজারের গ্রামীন রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার।
এদের মধ্যে বেবী ফামের্সীকে ২হাজার টাকা, বক্কার ফামের্সীকে ৫হাজার টাকা, সুরক্ষা ড্রাগ হাউজকে ২হাজার টাকা ও গ্রামীণ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।