রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৃধা দিরাজতুল্লাহ মৃধা ডাঙ্গা (ঈদগাহ মাঠের) সড়ক সংলগ্ন ফসলি জমি থেকে দীর্ঘদিন যাবত অবৈধ খনন যন্ত্র(ড্রেজার মেশিন) দিয়ে মাটি উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে সড়কটি।
ফলে যেকোন মুহুর্তে সড়কটি ধ্বসে যাওয়ার আশংকা করছেন স্থানীয়রা। শুধু মৃধা দিরাজতুল্লাহ মৃধা ডাঙ্গা এলাকাই নয়, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে এভাবে অবৈধভাবে বালু কাটা হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের পিয়ার আলীর মোড়, দৌলতদিয়া ক্যানাল ঘাট, উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদী, মৃধা ডাঙ্গা এলাকা থেকেও দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী মহল অবৈধ খনন যন্ত্র(ড্রেজার মেশিন) দিয়ে ফসলি জমি থেকে সরকারী কাজের দোহাই দিয়ে বিভিন্ন স্থানে মাটি বালু বিক্রি করে আসছে। এ অবস্থায় ওই জায়গার আসে পাশের জমি ও পাশর্^ ঘেষে যাওয়া বিভিন্ন সড়ক এবং বসতভিটা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, মাটি ব্যবসায়ীরা এলাকাবাসীর কথা তোয়াক্কা না করে খাল, নদী, ফসলি জমিতে অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে প্রায় ৩০/৩৫ ফুটের মত গভীর করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করে আসছে। তাদের এই বিশাল আকারে গর্ত খুড়ে মাটি বিক্রয় ও জমির গভীরতার কারণে আমাদের আশে পাশের জমি গুলো জন্য এখন হুমকী হয়ে দাঁড়িয়েছে।
এর আগে গত ৭ই জুন উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় মরা পদ্মা নদীতে দুপুরে অবৈধ ড্রেজার মেশিনে মাটি কাটা গর্তের পানিতে ডুবে রাতুল ফকির নামে ১১ বছরের শিশুর মৃত্যু হয়।
এ ব্যাপারে নির্বাহী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান বলেন, অবৈধ খনন যন্ত্র দিয়ে মাটি কাটার দায়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। আমরা দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করবো।