ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৬-২৬ ০২:০৫:০৯

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে জুন সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ করা হয়।

  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা খাতুন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

  অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খানসহ বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকসহ শিক্ষা ক্ষেত্রে তার অবদান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ নির্মাণে করণীয়, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের গুরুত্বসহ এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। 

  বক্তব্য শেষে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ বিভিন্ন প্রতিযোগিতায় ও জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ