ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
বালিয়াকান্দিতে বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২০-০৯-১১ ১৪:৩১:৫৬
বিক্রয় প্রতিনিধিদের চাকরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ৮দফা দাবীতে বালিয়াকান্দিতে গতকাল ১১ই সেপ্টেম্বর বিকালে সরকারী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে -মাতৃকণ্ঠ।

বিক্রয় প্রতিনিধিদের চাকরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ৮দফা দাবীতে বালিয়াকান্দিতে গতকাল ১১ই সেপ্টেম্বর বিকালে সরকারী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
  ‘বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট (বিএসআরএস)’-এর বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা আরিফুর রহমান, আহ্বায়ক নাজির ইমরান, সদস্য ইব্রাহিম খলিল, আব্দুল গণি হোসেন, বালিয়াকান্দি উপজেলা কমিটির মাহবুব আলম, আব্দুল হান্নান ও আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ বিক্রয় প্রতিনিধিদের চাকরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নসহ ৮দফা দাবী অবিলম্বে বাস্তবায়নের দাবী জানান। অন্যান্য দাবীগুলোর মধ্যে রয়েছে ঃ বিক্রয় প্রতিনিধিদের চাকরী স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড চালু, প্রতি মাসে মূল বেতন ১২হাজার টাকার পাশাপাশি বাড়ী ভাড়া বাবদ ৫হাজার টাকা, চিকিৎসা বাবদ ১৫শত টাকা, দুপুরের খাবার বাবদ ৩হাজার ১২০টাকা, মার্কেট অনুযায়ী টিএ, চাকরীচ্যুত করলে ৩মাসের বেতনের সমপরিমাণ অর্থ দেয়া, কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে ৫লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান, বেতনের সমপরিমাণ বোনাস, সরকারী সকল ছুটিতে ছুটি দেয়া এবং প্রতি বছরে ১০% ইনক্রিমেন্ট প্রদান। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ