ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
কালুখালীতে পদ্মার ভাঙ্গনে বিলীনের পথে প্রস্তাবিত সেনানিবাস এলাকা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-০৩ ০৪:০৮:০৮

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে গত কয়েক দিনে পদ্মার নদীর ভাঙনে এক কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।

  বিলীনের পথে প্রস্তাবিত ‘রাজবাড়ী সেনানিবাস’ এলাকা। এছাড়া হুমকির মধ্যে রয়েছে নদীপাড়ের বাসিন্দারা। বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানি বৃদ্ধিতে এমন ভাঙন দেখা দিয়েছে। কৃষি জমি হারিয়ে সর্বশান্ত পদ্মা পাড়ের মানুষ।

  সরেজমিনে জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া, লস্করদিয়া, চর-রামনগর, ভবানীপুর এলাকায় গিয়ে দেখা যায়, বড় বড় চাপ নিয়ে নদীর পাড় ভাঙছে। নদী গর্ভে বিলীন হয়েছে কৃষি জমি। কৃষকের রোপণ করা পাট ও বাদাম ক্ষেত নদী গর্ভে চলে যাচ্ছে। নদী তীরের বেশ কয়েকটি পরিবার তাদের বসতবাড়ী সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। দ্রুত ভাঙন ঠেকাতে না পারলে আবারও বসতভিটা স্থানান্তর হওয়ার ঝুঁকিতে হয়েছে অন্তত ৪টি গ্রামের শতাধিক পরিবার। ভাঙন রোধে স্থানীয়রা নিজের অর্থায়নে বাঁশ দিয়ে নদীর স্রোত অন্যদিকে দেওয়ার চেষ্টা করছেন।

  রতনদিয়া ইউনিয়নের হরিনবাড়িয়া এলাকার বাসিন্দা ফুলজান বেগম বলেন, পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে নদীতে ভাঙন শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম সেনাবাহিনীর এলাকা ভালো থাকবো। কিন্তু সেটি নেই। ২০১৫ সালের পর থেকে নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। ভাঙন রোধে এখানে কোন পদক্ষেপ নেয় না সরকার। নদী ভাঙতে ভাঙতে আমাদের বাড়ীর কাছে চলে আসছে। এর আগে দুইবার বাড়ী সরিয়ে নিয়েছি। এবারও আমরা সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

  লস্করদিয়া, চর-রামনগর ও ভবানীপুর এলাকার সিরাজ, শহিদুল, সাখাওয়াত, সালেহা, ফিরোজাসহ একাধিক নদী পাড়ের বাসিন্দারা বলেন, প্রত্যেক বছর বর্ষা মৌসুমে আমাদের এলাকায় নদী ভাঙন দেখা দেয়। নদী ভাঙনে শত শত বিঘা ফসলি জমি, ঘরবাড়ী বিলীন হয়। তারপরও ভাঙন রোধে সরকার কোন পদক্ষেপ নেয় না। এই বছরও গত কয়েকদিনে নদী পারের প্রায় এক কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনো পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে কোন কাজ শুরু করেনি। সামনে আমাদের জন্য আরও খারাপ সময় অপেক্ষা করছে।

  পদ্মার চরের কয়েকজন বাসিন্দা বলেন, ২০১৯ সালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রস্তাবিত সেনানিবাস এলাকায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমসহ যশোর সেনাবাহিনীর কর্মকর্তাগণ এসেছিলেন। তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন ভাঙন রোধে নদী শাসনের জন্য স্থায়ী কাজ হবে। কিন্তু সেই কাজ এখনো শুরু হয়নি। ফলে প্রত্যেক বছরই শত শত বিঘা জমি নদীতে বিলীন হচ্ছে।

  রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা বলেন, আমার ইউনিয়নে প্রস্তাবিত ‘রাজবাড়ী সেনানিবাস’ এলাকা রয়েছে। সেনানিবাস এলাকাসহ বেশ কিছু এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা দরকার। আমরা বিষয়টি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমকে জানিয়েছি।

  রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল আমীন বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়েছে। কালুখালীর কিছু কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। আমরা ভাঙন কবলিত এলাকা পর্যবেক্ষণ করছি।

  উল্লেখ্য, ২০১৫ সালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ৩ হাজার ৫৩৪ দশমিক ১ একর জমিতে রাজবাড়ী সেনানিবাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে দুই হাজার ১২৩ দশমিক ১৪ একর ব্যক্তি মালিকানাধীন ও বন্দোবস্তকৃত, বাকিটা সরকারী খাস জমি। 

পাংশা-কালুখালীতে আ’লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনী পথসভায় নেতাকর্মীদের জনস্রোত
পাংশায় র‌্যাবের অভিযানে বিদেশী  অস্ত্রসহ সাবেক মেম্বার গ্রেফতার
গোয়ালন্দে প্রতীক পেয়ে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর বিশাল শোডাউন
সর্বশেষ সংবাদ