ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
পাংশার কলেজ মোড়ে মাহেন্দ্র-মাইক্রো সংঘর্ষ॥মাহেন্দ্র চালক গুরুতর আহত
  • পাংশা প্রতিনিধি
  • ২০২৩-০৭-০৪ ০৪:২৬:৩২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলেজ মোড়ে গতকাল ৩রা জুলাই বিকাল ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র ও মাইক্রোবাস সংঘর্ষে মাহেন্দ্র চালক রাকিব গুরুতর আহত হয়েছে।

  আহত মাহেন্দ্র চালক রাকিবকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সে খোকসা কলেজ মোড় এলাকার জাবেদ আলীর ছেলে।

  স্থানীয়রা জানান, রাজবাড়ীর দিক থেকে আসা মাহেন্দ্র গাড়ীটি কলেজ মোড় এলাকায় পৌছালে বিপরীত থেকে দ্রুত গতির একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং মাহেন্দ্র গাড়ীর চালক রাকিব গুরুতর আহত হয়। 

  পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত মাহেন্দ্র ও মাইক্রোবাস থানা হেফাজতে নেওয়া হয়েছে। মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মাতৃকণ্ঠ সম্পাদকের পিতার  ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত
দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩জন গ্রেপ্তার
গোয়ালন্দে আ’লীগ নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ
সর্বশেষ সংবাদ