রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গত ৪ঠা জুলাই প্রত্যয় প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সোহাগ হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েত মোঃ ফেরদৌসসহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় স্কুলের বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।