ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দিতে ৫ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা নাছিরুল গ্রেপ্তার
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৭-০৭ ০১:৩৯:৩৩

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে বাবু চেয়ারম্যানের অফিস সংলগ্ন বটগাছ এলাকা থেকে গত ৫ই জুলাই দিনগত রাত ১১টার দিকে ৫ কেজি গাঁজাসহ বিক্রেতা নাছিরুল বিশ্বাস (৪৫)কে ডিবি’র একটি দল গ্রেফতার করেছে।

  উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩লাখ টাকা। গ্রেফতারকৃত নাছিরুল বিশ্বাস ওই গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে।

  রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, গ্রেফতারকৃত নাছিরুল পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদক মামলাসহ ৫টি মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন। গত ৫ই জুলাই দিবাগত রাতে খবর আসে নাছিরুল আলোকদিয়া গ্রামে ইউপি চেয়ারম্যানের অফিস সংলগ্ন বটগাছ এলাকায় মাদকের একটি চালান নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করা হয়।

  এ বিষয়ে বালিয়াকান্দি থানায় তার বিরুদ্ধে মাদক আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ