ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী
  • বালিয়াকান্দি প্রতিনিধি
  • ২০২৩-০৭-০৭ ১৪:৪১:৩১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৪ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে গতকাল ৭ই জুলাই সকালে শেখ কামাল পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।  
  অনুষ্ঠানের শুরুতে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮৪ ব্যাচের আতিয়ার রহমান তাহা ও গোলাম মোর্তজা ইসতিয়াক, শরিফুল আলম রাংকি, ফরহাদ হোসেন, সমর সোমসহ প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ তাদের স্মৃতিচারণ ও দোয়া কামনা করা হয়।
  পরে মতবিনিময় সভায় ডিপিডিসি’র প্রধান প্রকৌশলী মোঃ শাজাহান মোল্লা, কবিকো লিমিটেড ঢাকা এর মহাÑব্যবস্থাপক অশোক কুমার বিশ্বাস, মাইক্রোসফট হেলথ প্রোডাক্ট লিমিটেড ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম লিটন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, শিক্ষক ফজলুর রহমান, এসএম আসলামসহ ১৯৮৪ সালের এসএসসি ব্যাচের অনেকেই বক্তব্য দেন।
  অনুষ্ঠানে সকল বন্ধুরা এক হতে পেরে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ