ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
শহীদ জননী জাহানারা ইমাম স্মরণে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-০৭ ১৪:৪৯:৪৫

শহীদ জননী জাহানারা ইমাম স্মরণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার আয়োজনে রাজবাড়ী উদীচী কার্যালয়ে গতকাল ৭ই জুলাই বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
  ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী শাখার সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে জাহানারা ইমাম স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় রাজবাড়ী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম, সিনিয়র আইনজীবী মাহবুব রহমান, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রেখা দাস, কৃষক সমিতির সভাপতি আব্দুস ছাত্তার ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সুমন বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।
  বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক দালালদের বিচারের জন্য সারা দেশে ঘুরে বেরিয়েছেন। গড়ে তুলেছেন ঘাতক দালাল নির্মূল কমিটি। অসুস্থ অবস্থায় তিনি সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ঘাকতদের বিচার হয়েছে বলে জানান বক্তারা। 
  উল্লেখ্য, জাহানারা ইমাম ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬শে জুন আমেরিকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ