ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও চোরাই টিউবওয়েলসহ ৩জন গ্রেফতার
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-০৮ ১৪:১৩:০২

রাজবাড়ী জেলার গোয়ালন্দে গত ৭ই জুলাই দিনগত রাতে পৃথক অভিযানে ৬শত গ্রাম গাঁজা ও একটি চোরাই টিউবওয়েলসহ ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ পৌরসভা ৯নং ওয়ার্ডের কালাম মৃধার ছেলে নয়ন মৃধা(৩০) এবং উত্তর দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়া এলাকার মৃত সেন্টু শেখের ছেলে রবি শেখ ও মজিদ শেখের পাড়া এলাকার মৃত আকের আলী সরদারের ছেলে দবির উদ্দিন সরদার(৪৫)। 

  গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত রাতে মাদক বিরোধী অভিযানে গোয়ালন্দ নতুন পাড়া এলাকা থেকে ৬শত গ্রাম গাঁজাসহ নয়ন মৃধাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন মৃধার বিরুদ্ধে খুন ও চাঁদাবাজীসহ ৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

  এছাড়া গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মাদক আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

  অপর অভিযানে একটি চোরাই টিউবওয়েল উদ্ধার করাসহ উত্তর দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়া এলাকা থেকে রবি শেখ ও মজিদ শেখের পাড়া থেকে দবির উদ্দিন সরদারকে গ্রেফতার করা হয়েছে।

  গতকাল ৮ই জুলাই গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়।

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ