রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার সত্যজিৎপুরে গুচ্ছগ্রাম সংলগ্ন প্রবহমান চন্দনা নদীর পাড় রক্ষণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়িত প্রকল্পের কাজ গত ৭ই জুলাই থেকে শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন।
জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাওয়া ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোসহ অত্র এলাকার সর্বস্তরের মানুষের চলাচলের সুবিধার্থে মাটির রাস্তার নির্মাণের পর সেখানে নদীর ১হাজার মিটার পাড় রক্ষণ প্রকল্প এলাকাবাসীর মাঝে নতুন করে আশার সঞ্চার করেছে। প্রকল্পে মেহগনি গাছের গুড়ি দিয়ে পাইলিংয়ের সাথে ড্রামসিট বাঁধার পর সেখানে বালিভর্তি জিও ব্যাগ ফেলে স্লোপিং করা হবে।
গতকাল ১৩ই জুলাই দুপুরে সরেজমিন শ্রমিকদের পাইলিং করতে দেখা যায়। পানি উন্নয়ন বোর্ডের লোকজন প্রকল্পের কার্যক্রম দেখভাল করছেন।
সূত্র মতে, সত্যজিৎপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাওয়া ৯৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার বসবাস শুরু করায় এলাকায় জনবসতি বাড়ছে। এলাকার মানুষের সুবিধার্থে গুচ্ছগ্রাম সংলগ্ন প্রবহমান চন্দনা নদীর পাড় রক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।
পাংশার পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী হাসানুল আবেদীন রতন জানান, উর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম মনিটরিং করছেন। তিনি যথাসময়ে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।