ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কালুখালীতে পদ্মার কোল থেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস
  • মিঠুন গোস্বামী
  • ২০২৩-০৭-১৪ ০৪:১৩:১৬

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইচ গেট এলাকায় পদ্মা নদীর কোলে গতকাল ১৩ই জুলাই দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করাসহ ১জনকে জরিমানা করা হয়েছে। 
  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বক্কার সিদ্দিকী জানান, পদ্মা নদীর কোলে যৌথ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। এ সময় সাহেব আলী নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়। 
  পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীবের উপস্থিতিতে নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।
  উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ