ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৩তম জন্মদিন পালন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৭-১৪ ১৫:০৭:৩১

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ১৪ই জুলাই নানা আয়োজনে একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রশিল্পী ও জেলার কৃতি সন্তান মনসুর উল করিমের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে।

  সকালে শিল্পকলা একাডেমীর সামনে শিল্পী মনসুর উল করিম স্মৃতি সংসদের আয়োজনে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রাজবাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

  এরপর জেলা শিল্পকলা একাডেমীতে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়। আলোচনা সভায় শিল্পীর জীবনকালে তার কাজ ও পরিকল্পনা নিয়ে স্মৃতি চারণ করেন অতিথিরা। 

  শিল্পী মনসুর উল করিম স্মৃতি সংসদের আহ্বায়ক কবি খোকন মাহমুদের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু কায়সার খান। 

  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, আলীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, শিল্পী মনসুর উল করিম স্মৃতি সংসদের উপদেষ্টা শিক্ষাবিদ আজিজা খানম, রাবেয়া-কাদের ফাউন্ডেশন ও রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বক্তব্য রাখেন।

  প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মনসুর উল করিম ছিলেন একজন দেশবরেণ্য চিত্র শিল্পী। তিনি তার অসামান্য কৃতিত্বে একুশে পদক লাভ করেন। আজ তার জন্মদিনে আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি। তিনি রাজবাড়ী জেলার গর্ব।

  জেলা প্রশাসক আরও বলেন, আমরা মনে করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমাদের মননশীল মানুষ হতে হবে। মননশীল মানুষ হতে আমাদের চিত্রকলা বা সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে যে উন্নয়ন সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য আমাদের মননশীল মানুষ হতে হবে। আমরা মনে করি রাজবাড়ীতে যে কার্যক্রম চলছে তা আমরা সকলের সহযোগিতায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

  আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নেয় শিশু কিশোরেরা। এরপর বিজয়ীদের মাঝে উপহার ও সনদপত্র বিতরণ করা হয়।

  উল্লেখ্য, চিত্রশিল্পী মনসুর উল করিম ১৯৫০ সালের ১৪ জুলাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কালিকাপুর ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জলিল ও মায়ের নাম ফাতেমা খাতুন। শিল্পী মনসুর উল করিম দীর্ঘ ৪০ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন। সত্তরের দশকের শুরু থেকে তিনি দেশের চিত্র শিল্পে অবদান রেখে এসেছেন। তিনি দেশী-বিদেশী অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

  চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদক লাভ করেন এবং ২০১৪ সালের বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সুলতান পদক লাভ করেন। গুনী এই দেশবরেণ্য চিত্র শিল্পী করোনায় আক্রান্ত হয়ে ২০২২ সালের ৫ই অক্টোবর মৃত্যুবরণ করেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ