ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
গোয়ালন্দে এসটিডি ও এইচআইভি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৩-০৭-২০ ১৪:৩৯:১২

রাজবাড়ী জেলার গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে দৌলতদিয়া গতকাল ২০শে জুলাই দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এসটিডি, এইচআইভি/এইডস বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  ফ্রান্সের চির সাপোর্ট কমিটির সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশীদ।

  দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মোঃ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভায় লোটাস কলেজিয়েট স্কুলের(মাধ্যমিক শাখা) প্রধান শিক্ষক গোলাম মোর্তুজা হেলাল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম্যানেজার মোঃ মজিবর রহমান খান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রেনু আক্তার, প্যারামেডিক হারুন-অর-রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

  অনুষ্ঠানের লোটাস কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মামুনুর রশীদ বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি সেবামূলক প্রতিষ্ঠান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ এবং তার জন্য দোয়া কামনা করেন। 

  উপস্থিত বক্তারা এসময় এসটিডি, এইচআইভি/এইডস, ডেঙ্গু জ্বরসহ স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ