ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন
  • রফিকুল ইসলাম
  • ২০২৩-০৭-২০ ১৪:৪৪:৩২

 “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

  গতকাল ২০শে জুলাই সকাল ১০টায় শহরের আজাদী ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী এ বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।

  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস, পৌরসভা মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ ও সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস।

  আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিরা। এরপর বৃক্ষমেলার ৯টি স্টল পরিদর্শন করেন তারা।

  উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসকের আম্রকানণ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আজাদী ময়দানে গিয়ে শেষ হয়।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ