ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
কিডনী রোগে আক্রান্ত আইনজীবি আলমগীর হোসেনের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-২৪ ০২:৫২:১১

রাজবাড়ী জেলা বারের আইনজীবী মোঃ আলমগীর হোসেন(৫২) কিডনী জনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ২৩শে জুলাই দুপুর ১টায় ঢাকায় একটি হাসপাতালে হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

  জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনী জনিত রোগে ভূগছিলেন। গত ২০শে জুলাই সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ওই দিনই ঢাকায় একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ২৩শে জুলাই দুপুরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও ৩সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

  একই দিন বিকালে ঢাকা থেকে তার মরদেহ রাজবাড়ী শহরের সিলিমপুরে তার আত্মীয় বাড়ীতে নিয়ে আসা হয়। পরে সন্ধ্যায় সেখান থেকে তার মরদেহ জেলা বার এসোসিয়েশন কার্যালয়ে আনা হয়। সেখানে জেলা বারের সদস্যরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং বাদ মাগরিব সেখানে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ পুনরায় সিলিমপুর স্কুল মাঠে নেওয়া হয় এবং সেখানে রাত ৮টায় তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

  পরে এডঃ মোঃ আলমগীর হোসেনের মরদেহ নিজ বাড়ী বালিয়াকান্দি উপজেলার ভেল্লাবাড়ীয়া গ্রামে নিয়ে যাওয়া যায় এবং রাতে তৃতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ