ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদের মন্ডলের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-২৫ ০৪:০৭:১৭

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি আব্দুল কাদের মন্ডল(৮৫) গত ২৩শে জুলাই দিনগত রাত ১০টায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

  তিনি একই উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের মৃত কিতাব উদ্দিনের ছেলে।

  গতকাল ২৪শে জুলাই বাদ জোহর মরহুমের নামাজে জানাযা রাজবাড়ী শহরের ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টারী এলাকায় তার নিজ বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে। জানাযায় ইমামতি করেন সেগুন বাগিচা মোল্লা বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন। পরে ভবানীপুর ২নং পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

  মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র ও ১কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

  মরহুমের ৪পুত্র সন্তান সিভিল ইঞ্জিনিয়ার ও একমাত্র কন্যা কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অডিনেটর হিসেবে কর্মরত রয়েছেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ