ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
গোয়ালন্দে পুকুরে গোসল করতে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৭-২৭ ০৪:১৯:৩৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর শহরের বিপিন রায়ের পাড়ায় গত ২৫শে জুলাই বিকালে নিজ বাড়ীর পাশে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে অমূল্য প্রসন্ন রায় (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। 

  রাত সাড়ে ৯টার দিকে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা। মৃত অমূল্য প্রসন্ন রায় গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

  গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার আব্দুর রহমান বলেন, বিকেল ৪টার দিকে অমূল্য প্রসন্ন রায় নিজ বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। এরপর তিনি বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খেঁজাখুঁজি করেন। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে আমাদের খবর দেয়। রাত ৯টার দিকে আমরা সেখানে যাই। পরে সাড়ে রাত ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ