ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীর বরাটে প্রান্তিক চাষী-মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-২৭ ০৪:৩৫:৪৮

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল ২৬শে জুলাই বিকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির আয়োজনে প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান বক্তব্য রাখেন।
  বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সভাপতিত্বে ও রাজবাড়ী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা(ইলিশ) বনি আমিন পিয়াস, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহমেদ ও দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন। এছাড়াও মৎস্যজীবীদের মধ্যে হারুন, জিনাত শেখ ও গোলাম নেওয়াজ বক্তব্য দেন। 
  মতবিনিময় অনুষ্ঠানে বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিনের সহধর্মিনী নাসিমা বেগম, গোপালগঞ্জ ডিপ্লোমা ইনস্টিটিউশনের শিক্ষার্থীবৃন্দ, মৎস্যজীবী ও মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ