রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যেয় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গেবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বালিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ লাল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হরষিত ঘোষ ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি বাবু নিতিশ কুমার বিশ^াস বক্তব্য রাখেন।
নবগঠিত কমিটির পরিচিতি সভায় সাংগঠনিক সম্পাদক পলাশ কুমার বসু, দপ্তর সম্পাদক শ্যামল শিকদার, সাংস্কৃতিক সম্পাদক অলোক কুমার চক্রবর্তী, পূজা সম্পাদক নরেশ কুন্ডু, সহ-পূজা সম্পাদক অসিত কুমার বিশ^াস ও কার্যনির্বাহী সদস্য বাবলু সরকারসহ ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায় বলেন, সামনে আমাদের বেশ কয়েকটি ধর্মীয় বড় অনুষ্ঠান রয়েছে। বিশেষে করে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আমাদের বড় উৎসব। এরপর রয়েছে শারদীয় দূর্গা উৎসব। সেই সময় দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমাদের সব বিষয়ে সতর্ক থাকতে হবে।
দ্রুত সময়ের মধ্যে জামালপুরে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠান করায় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদকসহ অনান্য নেতাকর্মীদের ব্যাপক প্রসংশা করেন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।