ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ১০৮১৬ জন পাস॥জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন
  • সোহেল মিয়া
  • ২০২৩-০৭-২৯ ০২:৫৭:০৭

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় রাজবাড়ী জেলা ১০ হাজার ৮১৬ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন। গতকাল ২৮শে জুলাই সকাল সাড়ে ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।

  প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাজবাড়ী জেলায় পাসের হারের দিক দিয়ে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ও তৃতীয় স্থানে রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।

  তবে জিপিএ-৫ এর দিক দিয়ে শীর্ষে রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। দ্বিতীয় রয়েছে কারিগরি ও তৃতীয় স্থানে রয়েছে মাদ্রাসা বোর্ড।

  রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, চলতি বছরের এসএসসি, কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতে মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ২০ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১০ হাজার ৮১৬ জন। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ২০৪ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন। 

  জেলায় কারিগরি পাসের হার ৮০ দশমিক ২৭%। মাদ্রাসা বোর্ডের পাসের হার ৬৭ দশমিক ১২% এবং এসএসসির পাসের হার ৬৫ দশমিক ৯২ %।

  জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫০৩ জন। কৃতকার্য হয়েছে ৮ হাজার ২৪২ জন। অকৃতকার্য হয়েছে ৪ হাজার ২৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫২৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৯২%।

  অপরদিকে, মাদ্রাসা বোর্ড থেকে জেলায় মোট পরীক্ষা দিয়েছে ১ হাজার ৮৯৫ জন। কৃতকার্য হয়েছে ১ হাজার ২৭২ জন। অকৃতকার্য হয়েছে ৬২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। পাসের হার ৬৭ দশমিক ১২%।

  এছাড়া, কারিগরি বোর্ড হতে পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৬২২ জন। কৃতকার্য হয়েছে ১ হাজার ৩০২ জন। অকৃতকার্য হয়েছে ৩২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০৭ জন। পাসের হার ৮০ দশমিক ২৭%। এক নজরে জেলার ৫টি উপজেলার ফলাফল- 

  রাজবাড়ী সদর উপজেলা ঃ এসএসসির মোট পরীক্ষার্থী ৪ হাজার ৯৯ জন। কৃতকার্য ২ হাজার ৬৩৯ জন ও অকৃতকার্য ১ হাজার ৪৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন। পাসের হার ৬৪ দশমিক ৩৮%। 

  মাদ্রাসা বোর্ডের মোট পরীক্ষার্থী ৬১৫জন। কৃতকার্য ৩৯৯জন ও অকৃতকার্য ২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাসের হার ৬৪ দশমিক ৮৮%। 

  কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ৬৮২ জন। কৃতকার্য হয়েছে ৪৪৯ জন ও অকৃতকার্য হয়েছে ২৩৩ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৪৭জন। পাসের হার ৬৫ দশমিক ৮৩%।

  পাংশা উপজেলা ঃ এসএসসিতে মোট ২ হাজার ৭৫৮ জন পরীক্ষা দেয়। এর মধ্যে কৃতকার্য ২ হাজার ৬৩ জন ও অকৃতকার্য ৬৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন। পাসের হার ৭৪ দশমিক ৮৩%। মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী ৫৯৩। কৃতকার্য ৫৪১ জন এবং অকৃতকার্য ৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৯১ দশমিক ২৩%। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ৩৬৯ জন। কৃতকার্য হয়েছে ৩৫২ জন। অকৃতকার্য হয়েছে ১৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৯%।

  বালিয়াকান্দি উপজেলা ঃ এসএসসির মোট পরীক্ষার্থী ২ হাজার ৫১৫ জন। কৃতকার্য ১ হাজার ৭৮৩ জন। অকৃতকার্য ৭৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। পাসের হার ৭০ দশমিক ৮৯%। মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী ২৭৬। কৃতকার্য ১২৬ জন এবং অকৃতকার্য ১৫০ জন। জিপিএ-৫ নেই। পাসের হার ৪৫ দশমিক ৬৫%। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ৪৮২ জন। কৃতকার্য হয়েছে ৪৬৪ জন। অকৃতকার্য হয়েছে ১৮ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। পাসের হার ৯৯ দশমিক ২৭%জন।

   গোয়ালন্দ উপজেলা ঃ  এসএসসির মোট পরীক্ষার্থী ১ হাজার ১৩৮ জন। কৃতকার্য ৬৭১ জন। অকৃতকার্য ৪৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। পাসের হার ৫৮ দশমিক ৯৬%। মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী ১২৪। কৃতকার্য ১২০ জন এবং অকৃতকার্য ৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাসের হার ৯২ দশমিক ৪২%। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ৮৯ জন। কৃতকার্য হয়েছে ৩৭ জন। অকৃতকার্য হয়েছে ৫২ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৪১ দশমিক ৫৭%।

  কালুখালী উপজেলা ঃ এসএসসির মোট পরীক্ষার্থী ১ হাজার ৯৯৩ জন। কৃতকার্য ১ হাজার ৮৬ জন। অকৃতকার্য ৯০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৫৪ দশমিক ৪৯%। মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী ২৮৭। কৃতকার্য ৮৬ জন এবং অকৃতকার্য ২০১ জন। জিপিএ-৫ নেই। পাসের হার ২৯ দশমিক ৯৭%। এ উপজেলাতে কারিগরি বোর্ডের কোন পরীক্ষার্থী ছিল না।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ