চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় রাজবাড়ী জেলা ১০ হাজার ৮১৬ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন। গতকাল ২৮শে জুলাই সকাল সাড়ে ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাজবাড়ী জেলায় পাসের হারের দিক দিয়ে কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ও তৃতীয় স্থানে রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা।
তবে জিপিএ-৫ এর দিক দিয়ে শীর্ষে রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। দ্বিতীয় রয়েছে কারিগরি ও তৃতীয় স্থানে রয়েছে মাদ্রাসা বোর্ড।
রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, চলতি বছরের এসএসসি, কারিগরি ও মাদ্রাসা বোর্ড থেকে রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতে মোট পরীক্ষার্থী ছিল ১৬ হাজার ২০ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১০ হাজার ৮১৬ জন। অকৃতকার্য হয়েছে ৫ হাজার ২০৪ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৮৫১ জন।
জেলায় কারিগরি পাসের হার ৮০ দশমিক ২৭%। মাদ্রাসা বোর্ডের পাসের হার ৬৭ দশমিক ১২% এবং এসএসসির পাসের হার ৬৫ দশমিক ৯২ %।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ১২ হাজার ৫০৩ জন। কৃতকার্য হয়েছে ৮ হাজার ২৪২ জন। অকৃতকার্য হয়েছে ৪ হাজার ২৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫২৯ জন। পাসের হার ৬৫ দশমিক ৯২%।
অপরদিকে, মাদ্রাসা বোর্ড থেকে জেলায় মোট পরীক্ষা দিয়েছে ১ হাজার ৮৯৫ জন। কৃতকার্য হয়েছে ১ হাজার ২৭২ জন। অকৃতকার্য হয়েছে ৬২৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। পাসের হার ৬৭ দশমিক ১২%।
এছাড়া, কারিগরি বোর্ড হতে পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৬২২ জন। কৃতকার্য হয়েছে ১ হাজার ৩০২ জন। অকৃতকার্য হয়েছে ৩২০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩০৭ জন। পাসের হার ৮০ দশমিক ২৭%। এক নজরে জেলার ৫টি উপজেলার ফলাফল-
রাজবাড়ী সদর উপজেলা ঃ এসএসসির মোট পরীক্ষার্থী ৪ হাজার ৯৯ জন। কৃতকার্য ২ হাজার ৬৩৯ জন ও অকৃতকার্য ১ হাজার ৪৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮৮ জন। পাসের হার ৬৪ দশমিক ৩৮%।
মাদ্রাসা বোর্ডের মোট পরীক্ষার্থী ৬১৫জন। কৃতকার্য ৩৯৯জন ও অকৃতকার্য ২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩জন। পাসের হার ৬৪ দশমিক ৮৮%।
কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ৬৮২ জন। কৃতকার্য হয়েছে ৪৪৯ জন ও অকৃতকার্য হয়েছে ২৩৩ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৪৭জন। পাসের হার ৬৫ দশমিক ৮৩%।
পাংশা উপজেলা ঃ এসএসসিতে মোট ২ হাজার ৭৫৮ জন পরীক্ষা দেয়। এর মধ্যে কৃতকার্য ২ হাজার ৬৩ জন ও অকৃতকার্য ৬৯৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন। পাসের হার ৭৪ দশমিক ৮৩%। মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী ৫৯৩। কৃতকার্য ৫৪১ জন এবং অকৃতকার্য ৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৯১ দশমিক ২৩%। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ৩৬৯ জন। কৃতকার্য হয়েছে ৩৫২ জন। অকৃতকার্য হয়েছে ১৭ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৯%।
বালিয়াকান্দি উপজেলা ঃ এসএসসির মোট পরীক্ষার্থী ২ হাজার ৫১৫ জন। কৃতকার্য ১ হাজার ৭৮৩ জন। অকৃতকার্য ৭৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন। পাসের হার ৭০ দশমিক ৮৯%। মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী ২৭৬। কৃতকার্য ১২৬ জন এবং অকৃতকার্য ১৫০ জন। জিপিএ-৫ নেই। পাসের হার ৪৫ দশমিক ৬৫%। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ৪৮২ জন। কৃতকার্য হয়েছে ৪৬৪ জন। অকৃতকার্য হয়েছে ১৮ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ১০১ জন। পাসের হার ৯৯ দশমিক ২৭%জন।
গোয়ালন্দ উপজেলা ঃ এসএসসির মোট পরীক্ষার্থী ১ হাজার ১৩৮ জন। কৃতকার্য ৬৭১ জন। অকৃতকার্য ৪৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ জন। পাসের হার ৫৮ দশমিক ৯৬%। মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী ১২৪। কৃতকার্য ১২০ জন এবং অকৃতকার্য ৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। পাসের হার ৯২ দশমিক ৪২%। কারিগরি বোর্ডের মোট পরীক্ষার্থী ৮৯ জন। কৃতকার্য হয়েছে ৩৭ জন। অকৃতকার্য হয়েছে ৫২ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৪১ দশমিক ৫৭%।
কালুখালী উপজেলা ঃ এসএসসির মোট পরীক্ষার্থী ১ হাজার ৯৯৩ জন। কৃতকার্য ১ হাজার ৮৬ জন। অকৃতকার্য ৯০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৫৪ দশমিক ৪৯%। মাদ্রাসা বোর্ডের মোট শিক্ষার্থী ২৮৭। কৃতকার্য ৮৬ জন এবং অকৃতকার্য ২০১ জন। জিপিএ-৫ নেই। পাসের হার ২৯ দশমিক ৯৭%। এ উপজেলাতে কারিগরি বোর্ডের কোন পরীক্ষার্থী ছিল না।