ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৩-০৭-৩০ ০০:৪১:০১

রাজবাড়ী জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ গতকাল ২৯শে জুলাই বিকালে তার সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

  পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিনের সঞ্চলনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম ও অপস্) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, রাজবাড়ী সদর  থানার ওসি মোঃ শাদাদত হোসেন, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ, ৭১ টিভি’র জেলা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মোঃ কবির হোসেন ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম প্রমুখ আলোচনায় অংশগ্রণ করেন। 

  এ সময় পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও ওয়ান(ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর বিপ্লব কুমার দত্ত চৌধুরী, ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  নবাগত পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ রাজবাড়ী জেলার সাংবাদিকদের প্রশংসা করে বলেন, আমার উত্তরসুরী যারাই এ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের অনেকের সাথে এ জেলায় যোগদানের পূর্বে আমার কথা হয়েছে। সকলেই আমাকে এই জেলার সাংবাদিকরা যে খুব ভালো ও হেল্পফুল সে বিষয়ে আমাকে উল্লেখ করেছেন। আমি আশা করি আমার কর্মকালীন সময়ে আমি রাজবাড়ী জেলার সংবাদিকের কাছ থেকে সবধরনের সহযোগিতা পাব। আজকের মতবিনিময় সভায় অনেকে মাদক, জেলার বিভিন্ন পয়েন্টে যানজট, দৌলতদিয়া ঘাট ও পতিতালয় কেন্দ্রীক অপতৎপরতা, মোবাইলে চাঁদাবাজীসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণা, বালি ঘাটে সন্ত্রাসী কর্মকান্ড, কিশোর অপরাধ, সড়ক দুর্ঘটনা রোধে বেপরোয়া গতিতে মোটর সাইকেল ও যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সামাজিক অন্যান্য বিষয়ে জেলা পুলিশ কাজ করবে। 

  তিনি আরো বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় জেলা থেকে মাদক নির্মূলের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  তিনি জিডি করা, মামলা করা ও পাসপোর্টের ভেরিফিকেশনের ক্ষেত্রে যাতে কোন প্রকার হয়রানী বা অবৈধ লেনদেন না হয় সে ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

  এছাড়াও তিনি তার বক্তব্যে আরো বলেন, যতদিন রাজবাড়ীতে থাকব ততদিন রাজবাড়ী জেলার সকল মানুষের জন্য সাধ্যমত ভালো কাজ করার চেষ্টা করব। সর্বোপরি অপরাধ দমনসহ যে কোন বিষয়ে রাজবাড়ী জেলাবাসীর সহযোগিতা কামনা করেন। 

  উল্লেখ্য, রাজবাড়ী জেলার ৩১তম পুলিশ সুপার হিসেবে জি এম আবুল কালাম আজাদ গত ২৭শে জুলাই বিকেলে যোগদানের পর বিদায়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। রাজবাড়ীতে যোগদানের পূর্বে পুলিশের বিশেষ শাখায় সিটিএসবি’র বিশেষ পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

  পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ ২৭তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি সুনামের সাথে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি এসএসএফ, মঠবাড়িয়া সার্কেল, সিলেট জেলা দক্ষিণ সার্কেল, এডিশনাল এসপি পিরোজপুর এবং খুলনা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) পদে কর্মরত থাকাবস্থায় তিনি ২০২১ সালের ২রা মে পুলিশ সুপার পদে পদোন্নতি পান। তার বাড়ী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গানদুলিয়া গ্রামে। তিনি এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিনী গৃহিণী। 

  বর্ণাঢ্য শিক্ষা জীবনে তিনি কুমিল্লা ক্যাডেট কলেজ হতে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের গর্বিত ছাত্র ছিলেন। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস ডিগ্রী অর্জন করেন।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ