ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বিএনপি’র আগুন সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে রাজবাড়ীতে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৭-৩১ ১৪:০০:৫৫

শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করার অপচেষ্টায় বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস নৈরাজ্যর বিরুদ্ধে গত ৩০শে জুলাই বিকালে রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

  বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়।

  প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন।

  এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক রেজা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, মোঃ ফকরুজ্জামান মুকুট, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  সমাবেশে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করছে। তারা অবস্থান কর্মসুচীর নামে পুলিশের গাড়ীতে হামলা ও বাসে আগুন দিয়েছে। তারা আবার আগুন সন্ত্রাসে ফিরে গেছে। আমরা বিএনপির নৈরাজ্যর প্রতিবাদ জানায়।

  বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ