ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ১৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৮-০১ ১৮:২৯:২৯

রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ১৫জন। তারা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪১জন রোগী ভর্তি রয়েছে।

  গতকাল ১লা আগস্ট এ তথ্য জানান জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন।

  সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ১৫ জনের মধ্যে জেলা সদর হাসপাতালে ৮ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২ জন ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৫ রোগী ভর্তি হয়েছে।

  এছাড়াও গত জানুয়ারী মাস থেকে গতকাল ১লা আগস্ট পর্যন্ত ৩১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৭৩ জন রোগী সুস্থ হয়েছে। বাকি ৪১ জন এখনো চিকিৎসাধীন রয়েছে। 

স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ‘ওয়াটার বেল’ কার্যক্রম
রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যানকে সতর্ক করলো জেলা নির্বাচন অফিসার
সর্বশেষ সংবাদ