ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলন অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৮-০১ ১৮:৩৩:৪৭

অবৈধ সরকার এখন দেশের প্রধান সংকট বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
  গতকাল ১লা আগস্ট বিকালে রাজবাড়ী শহরের শহীদ স্মৃতি চত্ত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
  তিনি বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন সংকটে রয়েছে। দ্রব্যমূল্যের বেসামাল উর্দ্ধগতি, বিদ্যুৎ পরিস্থিতির ভয়াবহ অবনতি, ডলার সংকট এবং বেকারত্বের অভিশাপ সৃষ্টি হয়েছে। এর দায় বিনা ভোটের আওয়ামী লীগ সরকারের। জনতার অধিকার ফিরিয়ে আনতে এই সরকারের পতনের বিকল্প নেই। তাই বাংলাদেশের জাতিসত্তা রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।
  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও বেলাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শেখ।
  সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতী শামসুল হুদা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ক্বারী আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ¦ নূর মুহাম্মদ মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাব্বির হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ