ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়েছে
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২০-০৯-১৩ ১৬:৪৬:১৬
ভারতে গতকাল রবিবার নতুন করে আরো ৯৪ হাজার ৩৭২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে -মাতৃকণ্ঠ।

ভারতে গতকাল রবিবার নতুন করে আরো ৯৪ হাজার ৩৭২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ লাখ। 
  আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন। সুস্থতার হার ৭৭.৮৮ শতাংশ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
  সূত্র আরো জানায়, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬ জনে। গত ২৪ ঘন্টায় আরো ১হাজার ১১৪জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫৮৬ জনে। তবে মৃত্যুর হার কমে হয়েছে ১.৬৫ শতাংশ।

 শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ঢাকায় সেমিনারের ৪দিন পর ভারতের সংসদে পানি চুক্তি নিয়ে আলোচনা
সর্বশেষ সংবাদ