ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫
কালুখালীর বোয়ালিয়া থেকে ফেন্সিডিল উদ্ধার॥স্বামী-স্ত্রীসহ ৩জন গ্রেফতার
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৩-০৮-০৩ ১৩:৫২:২০

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে বসত বাড়ী থেকে গত ১লা আগস্ট দিনগত রাত ১২টার দিকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃতরা হলো- কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত শামছুল মন্ডলের ছেলে রফিকুল ইসলাম ওরফে যাদু মন্ডল(৫২) ও তার স্ত্রী মোছাঃ সেলিনা বেগম(৩৫) এবং একই এলাকার হবিবর মন্ডলের ছেলে সজিব মন্ডল (২১)।

  কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, পুলিশের কাছে তথ্য ছিল যাদু মন্ডলের বসত বাড়ীতে ফেনসিডিল কেনাবেচা হচ্ছে। এমন তথ্যে রাত ১২টার দিকে যাদু মন্ডলের বসতবাড়ীর উত্তর দুয়ারী ঘরের মধ্যে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাদেরকে গ্রেফতার করা হয়।

  এ বিষয়ে উল্লেখিতদের বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ২রা আগস্ট সকালে তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। 

কালুখালীর লাড়িবাড়িতে ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় বিনামূল্যে ধান-পাট বীজ ও সার পেল ২৭৫০ জন প্রান্তিক কৃষক
বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে সরকারী জায়গায় নির্মিত ঘর উচ্ছেদ করলো প্রশাসন
সর্বশেষ সংবাদ