ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২৩-০৮-০৩ ১৩:৫৪:৩৮

নির্বাচন আসলেই এলাকায় দলীয় কোকিলের আনা গোনা দেখা যায়। পোষ্টারে পোষ্টারে এলাকা ছেয়ে দেয়। কিন্তু এলাকায় তারা দলীয় কর্মী বা কারো খোঁজ খবর নেয় না।

  গতকাল ২রা আগস্ট বিকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এ কথা বলেন।

  এমপি জিল্লুল হাকিম বলেন, বিএনপি আজ আওয়ামী লীগের উন্নয়ন দেখে দিশেহারা। তারা কোন আন্দোলন জমাতে না পেরে আন্দোলনের নামে ফের অগ্নি সন্ত্রাস শুরু করছে। আন্দোলন জমাতে না পারলেও তারা অবশ্য অগ্নি সন্ত্রাস, গাড়ী ভাংচুর, মানুষ হত্যা করতে পারে। 

  তিনি বলেন, বিএনপি ক্ষমতা থাকাকালে দেশে কোন উন্নয়ন করে নাই। তারা শুধু নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। তাহলে জনগণ তাদের সাথে আন্দোলনে থাকবে কি করে। বিএনপি জনগণ থেকে আজ বিচ্ছিন্ন। পক্ষান্তরে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছে। দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। গরীব মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে। যাদের জমি নেই, একটু থাকার ব্যবস্থা নেই তাদের জন্য পাকা ঘর নির্মাণ করে দিয়েছে। দেশে মহামারী করোনা কালীন সময়ে সরকার বিনামূল্যে টিকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করেছে। 

  তিনি আরো বলেন, এখন পাট জাগ দেয়ার সময়। কিন্তু পানি নেই, বৃষ্টি নেই। সময় মত পাট জাগ দিতে না পারলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। কৃষকরা যেন পাট জাগ দিতে পারে আমি প্রশাসনকে ডিপ টিউবওয়েলের ব্যবস্থার নির্দেশ দিয়েছি। নদীতে পানি নেই, সব কয়টা স্লুইচ গেট খুলে দিতে বলেছি। যাতে কৃষকরা নদীতে পাট জাগ দিতে পারে। উন্নয়নের সরকার, গণমানুষের সরকারকে ক্ষমতাই আনতে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

  কর্মী সম্মেলনের শুরুতে জাতীয় পতাকা, দলীয় ও শোক পতাকা উত্তোলন করা হয়।

  নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আজিজ ইকবালের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফকরুজ্জামান মুকুট, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন-অর রশিদ, নারোদ বাছাড়, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক খোন্দকার বাশারুল আলম বাপ্পু ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।

  এ সময় বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান আলী, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, নবাবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নবাবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সমবেত হলে কর্মী সম্মেলন বিশাল জনসভায় পরিণত হয়। 

রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ